প্রিয় বন্ধু  
-------------
---নজরুল ইসলাম খান


আমার যখন মরণ হবে ,
সবাই তোমায় সরিয়ে দেবে ।
কাফনঢাকা নিথর দেহ,
অনাদরে পড়ে রবে ।


আমায় তোমার ধরতে মানা,
হৃদয় যতই হোক দেওয়ানা।
নিষেধ আছে পাশে বসে,
আকুল হয়ে মরাকান্না ।


তুমি  কিন্তু একটু ফাঁকে ,
ছুয়ে দেবে আঙুলটাকে ।
সঙ্গী করে বিদায় নেব ,
সেই স্পর্শের সুখটাকে ।


বিদায় বেলা ঘোমটা খুলে ,
দেখে নিও লজ্জা ভুলে ।
স্মৃতি মাখা  আবেশটুকু ,
জড়িয়ে রবে মর্মমূলে ।


দাফন শেষে কবর পাশে ,
হঠাৎ যখন সন্ধ্যা আসে ।
তুমি খানিক থেমে যেও ,
প্রিয় বন্ধু আমার কাছে ।


যখন তোমার হয় অবসর ,
দেখে যেও আমার কবর ।
পিপীলিকার কানে কানে,
জেনে যেও সকল খবর ।


মাঝে মাঝে স্বপ্নে এসে,
আগের মতন ভালবেসে ,
ধরব তোমার হাত দুখানা ।
উঠব হয়ত অট্ট হেসে ।


সকল কাজের শেষে,  যখন
ক্লান্তি আসবে  তোমার, তখন
চলে এসো একেবারে  ;
ঘুমিয়ে রবো জড়িয়ে দুজন।


১৭/১২/২০২২