পৃথিবী এক বিচিত্র জায়গা
-------------------------------------
--------------নজরুল ইসলাম খান


পৃথিবী এক বিচিত্র জায়গা,
সব হিসাব মিলানো যায় না ।
কেউ ভাসে সুখ সাগরে ,
কারো দুঃখ ঘুচতে চায় না ।
কারো ক্ষমতা আকাশ ছোঁয়া ,
কেউ আত্মরক্ষার শক্তি পায়না ।
কারো থাকে পাঁচতলা,
কারো গাছতলায়ও স্থান হয়না ।
কেউ খাবার খায় ঢেলে ভরে ,
কারো জীবন রক্ষার সামগ্রীও রয় না ।
কারো টাকা আসে বেহিসাব ,
কারো সংসারই চলতে চায় না।
অথচ, সবারই থাকে মুখ,
সবারই থাকে সমান হাত পা।
টাকা যার যার, খরচও তার,
দুটাকাও কেউ ছাড় দেয় না ।
যত আপনই হোক ,
যতই থাকুক বায়না,
অপরের টাকায় উপকার কারো বেশী হয়না ।
পৃথিবী এক বিচিত্র জায়গা,
সব হিসাব মিলানো যায় না।


০৯/০৫/২০২২