প্রজা
---------
------নজরুল ইসলাম খান


কারো উপর জোর করতে  পারি বা না পারি ।
ঘরে আমার স্ত্রী নামক আছে গোবেচারি ।
রাজা সেজে তারে আমি করে রাখি প্রজা ।
মতের অমিল হলে তারে দিতে চাই সাজা।
সংসারের সব কাজের ভার তারে দেয়া ।
আমার কাজ মাতবরি আর খোঁজ  নেয়া ।
জলে ভাসা প্দ্ম সে এমন বোকাসোকা ।
কতভাবে সংসারে দিই তারে ধোকা ।
নামে আছে সম্পদ  পায় না কভু ভাগে ।
সবার কাছে দয়াময়ী দয়ার ভিক্ষা মাগে ।
আপন ছেড়ে পরের ঘরে পরকে করে আপন ।
সবার সেবায় চিরতরে বিলিয়ে দেয় জীবন ।
আত্মরক্ষায়  করে যদি বিষহীন ফোঁস ।
তার জন্য এটা যে অমার্জনীয় দোষ ।
এত কষ্ট করেও তার কদর নেই  যথা।
একটুখানি ভালবাসায় ভুলে যায়  ব্যথা ।
অতীত ভুলে বর্তমানকে জড়িয়ে অবিরত,  
স্বপ্ন দেখে দুচোখেতে  ভবিষ্যতের  শত ।
ঘুম ভাঙলে স্বপ্ন ভাঙ্গে থাকে শুধু স্মৃতি ।
ঘরে ঘরে বেচারীদের এমনতরো কীর্তি ।


০১/১০/২০২২