প্রকৃতির সুসন্তান
-------------------------
----নজরুল ইসলাম খান


ছিটেফোঁটা যা পাই তাতেই আমরা ভীষণ খুশী ।
আমাদের তো লাগে  না কোনকিছু রাশি রাশি ।
যা পাই তাই খাই পথের ধারে বসি বসি ।
না পাইলেও অকারণে বজায়  রাখি মুখের হাসি ।
আমরা করিনা কিছুই হারানোর ভয় ।
আমাদের যা আছে তার থেকে  নেই পরাজয় ।
শীত- গ্রীষ্ম সব ঋতুতেই আমাদের তাবৎ  সয় ।
যখন-তখন  আমাদের ঘটে না অবক্ষয় ।
অতীত -বর্তমান সব আমাদের একসমান ।
ভবিষ্যতও আমাদের হবে না বেমানান  ।
সৃষ্টির আদিকাল থেকে আমাদের অবস্থান ।
আমরা যে প্রকৃতির একান্ত সুসন্তান ।
১১/০১/২০২৩