প্রকৃত মূল্যায়ণ
-------------------------
------------------নজরুল ইসলাম


সম্মুখে করা প্রশংসা,
সে তো প্রশংসা মোটেও  নয় ।
চাপে পড়ে করা গুণ কীর্তন,
মোসাহেবি  নিশ্চয়  ।
স্বার্থের জন্য কাছে এসে
পরম আপন হওয়া ।
স্বার্থ ফুরালে কেটে পড়ে
আর না যায় পাওয়া  ।
এমন সব বন্ধুকে তো
বন্ধু কেউ না বলে ।
বসন্তের কোকিল বটে
এদের বলা চলে ।  
মুখে মধু অন্তরে বিষ ,
মানুষের মধ্যে খবিশ  ।
এক হাত গলায় আর হাত পায় ,
বিপদে দেয় শিস  ।
লোক দেখানো ভালো কাজ ,
ভালো নয় ওরে।
স্বার্থে যখন ব্যাঘাত ঘটে,
তখনই ক্ষতি করে ।
প্রকৃত ভালো কাজের
স্বীকৃতি পাওয়া ভার ।
গুণীর কদর সহজে কেউ
করেনা স্বীকার ।
অপরের দেয়া বাহবায় ,  
পরম তৃপ্তি নেই ।
নিজ কাজে নিজে স্বীকৃতি দিলে ,
প্রকৃত মূল্যায়ণ সেই ।


০৭/১১/২০২১