প্রতিক্রিয়া
--------------
--------নজরুল ইসলাম খান


সন্তান মাকে ফেলে দেয় ,
হয়ত,বউয়ের কথায় ।
সেই পুরুষ কমই আছে,
বউয়ের কথার বাইরে যায় ।
যে বউ যৌবনে শাশুড়ীকে দেখে নাই ,
সে কী করে পুত্র বঁধুর সেবা চায় ?
এটা তো সবার জানা আছে ,
ইট মারলে পাটকেলটি খেতে হয় ।
খাদে পড়লে হাতিকেও ,
লাথি মারে চামচিকায়  ।
সব ক্রিয়ারই থাকে বিপরীত প্রতিক্রিয়া ,
হয় না যার ব্যত্যয় ।
প্রকৃতি বড় ই নির্মম ,
সুদে আসলে ফিরিয়ে দেয়  ।
প্রত্যেক জীবনেই ভাটা আসে ,
আসে একদিন  অসময় ।
কঠিন সময়ও উতরে যায় ,
জীবন থাকলে পূণ্যময় ।


০৭/০৬/২০২২