পূর্ণতা
----------
---------নজরুল ইসলাম খান


অনাদরী  মেয়ে, সারাদিন পরের বাড়ি কাজ করে
বা  কাগজ কুড়ায় রাস্তায়,  
সেও চায় কেউ তাকে চিঠি লিখুক,
ফোন করুক, কিংবা বলুক ভালোবাসি তোমায়।
কালো মেয়ে, ফর্সা হতে এটা -সেটা মেখে সময় কাটায় আয়নায় ,
সেও কারো সাথে সেলফি তুলতে চায় ।
অন্ধ  মেয়ে,  সারাক্ষণ একাকী মগ্ন থাকে কল্পনায়,
তারওতো  ভালবাসার মানুষটিকে দেখতে মন চায় ।
ডিভোর্সী মেয়ের দিন  কাটে সমালোচকের তীর্যক বাক্যের অসহ্য যন্ত্রণায় ,
সবাই ভাবে তার সব প্রয়োজন ফুরিয়েছে একেবারে ।
কিন্তু, তারও  নতুন করে ঘর বাধঁতে মন চায় ।
শুকিয়ে যাওয়া নদী আবারও দুই কূলে প্লাবিত হতে চায়
বন্ধ্যা হয়ে যাওয়া পুরনো ফলদ বৃক্ষ আবারও ফুলে ফলে বিকশিত হতে চায় ।
চোয়াল ভেঙে যাওয়া ফোকলা দাঁতের বৃদ্ধাও যৌবনের
রূপের বর্ণনা  শুনতে চায় পুনরায় ।
সবারই চাওয়া থাকে মনের কোনে,
সবাই থাকতে  চায় পূর্ণতায় ।
কেউ বোঝে, কেউ বা দেখে অবজ্ঞায় ।


১০/১০/২০২২