পুষির ছড়া
-----------------


---------নজরুল ইসলাম খান


ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ে ,
গছের পাতায় টানা  ।
পাতার ফাকে নড়েচড়ে ,
তিনটি পাখির ছানা ।
পুষি এসে শিকার ধরার
করছে তালবাহানা ।
খুকিমনি ব্যাপার দেখে
বলছে না না না না ।
পুষির জন্য পাখির ছানা
একেবারেই মানা ।
দুষ্ট পুষির বিচার হবে ,
ফের যদি দেয় হানা ।
পুষি বলে, ধুত্তুরি ছাই,
সেতো আমার  জানা।
আমি শুধু দেখতেছিলাম,
কোন পাখিটা কানা?
মা পাখিটা খুশি ছড়ায় ,
ঝাপটিয়ে তার ডানা ।


২০/০৭/২০২২