রাজা- প্রজা
-----------------
---নজরুল ইসলাম খান


বাঘ ও শিয়াল রাজা- প্রজা,
এক বনেতে থাকে।
বদখেয়ালে ঘায়েল করে ,
যাকে খুশি  তাকে ।
বাঘের ইচ্ছার বাইরে চললে,
শিয়াল ও না ছাড় পায় ।
ডান্ডা মেরে ঠান্ডা  করে,
ঘাড়টি ধরে মটকায় ।
খেতে পরতে সব পেয়েও
শিয়াল তবু নাখোশ ।
স্বাধীনতার হীনতায়,
পছন্দ তার  উপোস ।
বনের সকল পশুরাও
থাকতে চায় স্বাধীন ।
এমন নেতা চায় না তারা,
যারা করে অধীন ।
বাঘ ঠেকাতে ডাকে সবাই
সিংহ নামক কংস।
রাজায় -রাজায় যুদ্ধ বেঁধে
রাজ্যই হয় ধ্বংস ।
যেটি প্রাপ্য তা যদি সব
পেত সবাই ঠিকঠাক ।
তাহলে কী উঠতো এমন
রাজ্য জুড়ে হাঁকডাক ?
কে ই বা চায়  আনতে ঘরে,
খাল কেটে এ কুমির ।
চোখে দেখতে  সর্বনাশটা,
প্রিয় মাতৃভূমির।


১২/০৯/২০২৩