রবি ঠাকুর
---------------
---নজরুল ইসলাম খান


তোমাকে আমি  দেখিনি কোনদিন ,
তোমার ছোঁয়াও কখনো পাই নি,
তবু তুমি কত কাছের ,কত চেনা।
শৈশবে পড়া সেই কবিতা
তালগাছ এক পায়ে দাড়িয়ে ,
কিংবা প্রাপ্তবয়সে সোনার তরী সহ
অগণিত গল্প- কবিতা -উপন্যাস আমার
বাড়িয়েছে দেনা।  
তোমার অজস্র গান শুনে বারবার,
চিনেছি তোমাকে শতরূপে শতবার ।
মুনিঋষির ন্যায় শশ্রুমন্ডিত সৌম্যমূর্তি তোমার,
আমাকে আকর্ষণ করে তোমার দিকে  বারবার,
হে রবি ঠাকুর!


বাংলা ভাষাকে তুমি করেছ মহান,
বাংলা সাহিত্যকে তুমি নিয়ে গেছ বিশ্বের দরবারে ।
কেউ যে নয় আর তোমার সমান,
তুমি অজেয়- অম্লান ।
মানবের মাঝে তুমি চাও নি মরিতে,
বাইশে শ্রাবণ তোমার মহা প্রয়াণে
তুমি মরনি হে কবিগুরু !
তোমার নশ্বর দেহ শুধু ছেড়েছ তুমি ।
তুমি বেঁচে আছ মানুষের মনে,
বাংলাসাহিত্যের মাঝে।
তুমি বেঁচে থাকবে ততদিন ধরে,
যতদিন  বাংলা ভাষাভাষী  একজন মানুষও
বেঁচে থাকে এই পৃথিবীতে।


০৬/০৮/২০২৩
টুটপাড়া ,  খুলনা