রোগ হয়েছে
--------------------
--------নজরুল ইসলাম খান


খাওয়া যায়না সব কিছু, রোগ হয়েছে ডায়াবিটিস ।
চোখের সামনে মিষ্টি মন্ডা, জিভে আসে জলভরে ইস!
আম কাঠাল পাকা কলা খেত শুধু মন কাড়ে ।
খাওয়া যায়না প্রাণ ভরে যদি আবার সুগার বাড়ে ।
দুমুঠো ভাত, দুটো রুটি, সারাদিনের  খাবার যে এই ।
যতই থাকুক ভালো রান্না আমার বেলা আর কিছু নেই।
রোগ হয়েছে হার্টে আমার নিষিদ্ধ তৈলাক্ত খাবার ।
গলদা চিংড়ি,খাসির পোলাও, সবই অবৈধ আমার ।
দুধ খাইনা প্রেসার বাড়ে, আমার খাবার  শাকান্ন।
বেশী খেলে পেট ফোলে অতিরিক্ত গ্যাসের জন্য ।
চাইলেও খেতে পাইনি এক সময় বেকার থাকায় ।
এখন অনেক থাকলেও খাওয়া হয়না রোগের ধাক্কায়।
বৈধ অবৈধ ভাবে গড়া আমার যা সম্পদ ।
আমি ছাড়া আয়াস করে খাবে সব ভুতাস্পদ ।
লাভ কী হলো কষ্ট করে তৈরি আমার ভোজনশালা ।
আমার জন্য করা আছে খাবার লিস্টে সিল গালা ।
বুঝলাম আমি যতই হই সম্পদশালী -টাকাওয়ালা ।
খাওয়া যায়না নিজের ইচ্ছায় না চাইলে ওপরওয়ালা ।


১১/০৭/২০২২