রহিম মিয়ার ছেলেরা
-----------------------------
-----নজরুল ইসলাম খান


আজিজ সাহেব সরকারের বড় অফিসার ।
সব মহলেই আছে বেশ নিয়ন্ত্রণ তার ।
ছেলে তার আদরের  নন্দদুলাল ।
খেতে চায় বসে বসে শুধু চিরকাল ।
লেখা পড়া করতে যায় প্রাইভেট গাড়িতে।
মাষ্টার এক ডজন রোজ আসে বাড়িতে।
তবু তার লেখা পড়া হয়না  মোটেও ।
বাবার সুপারিশে সব যদি  জোটেও ।
বাড়িতে হয়েছে পোশাকের শোরুম ।
এতকিছু পেয়েও হয়না রাতে ঘুম ।
মুখেতে  রোচেনা তার স্বাভাবিক খাবার ।
অন্ধকারে চলে সব  নিষিদ্ধ ব্যাপার ।


পাশের বস্তিতে বাস রহিম মিয়ার ।
খুব কষ্ট করে তিনটি ছেলে তার।
খেয়ে না খেয়ে যায় লেখা পড়া চালিয়ে ।
বড় হবার স্বপ্ন দেখে হৃদয় জ্বালিয়ে ।
দিন রাত রহিম মিয়া করে যায় পরিশ্রম ।
ছেলেদের মানুষ করতে কষ্ট করে সবরকম ।
অবশেষে রহিম মিয়ার চেষ্টা হয় সার্থক ।
ছেলেরা হয় ডাক্তার, ইন্জিনিয়ার, বিচারক ।
আগামীতে রহিম মিয়ার ছেলেরা  চালাবে দেশ ।
বড় কর্তা আজিজের  ভবিষ্যত হলো শেষ ।
বড় হতে চাইলে কেউ কোন বাধা রয় না ।
জোর করে কাউকে দিয়ে কিছু হয় না ।
চিরকাল সবার তো একরকম নাহি যায় ।
পরিবর্তন হবেই যদি কেহ নিজে চায়।


১৮/০৬/২০২২