রূপের মানবী
------------------
------নজরুল ইসলাম খান


অজন্তা স্টাইলে শাড়ি পরে,
বাতাসে উড়িয়েছ চুল ।
রূপের ঝলকে চমকিয়ে ,
অলকে গুঁজেছ ফুল ।
হাসির ঝিলিকে ঢেউ তুলেছ ,
কর্ণকুহরে নাগরের ।
সে ঢেউ দিয়েছে হৃদয়ে দোলা ,
আশপাশ সকলের ।
তুমিতো গিয়েছে হারিয়ে সহসা ,
রূপের দেখিয়ে খেল ।
খোঁজ নিয়েছ কত জনের যে,
বুকে বিঁধেছে  শেল?
তুমি তো নও প্রকৃতি কোনো   ,
মানবী তুমি অতি ।
নাগালে যারে যায় না পাওয়া,
আকর্ষণ কেন তার প্রতি ?


২৪/০৭/২০২২