ছাব্বিশে মার্চ
------------------
-----নজরুল ইসলাম খান


পঁচিশে মার্চ রক্তে ভেজা কালো রাত্রির শেষে ,
বীর বাঙালি  ঝাপিয়ে পড়ে  যুদ্ধ করার বেশে ।
যার  যা আছে তাই নিয়েই জীবন বাজি রেখে ,
রক্ত ঝরায় স্বাধীন হতে দখলদারের থেকে।
লক্ষ প্রাণের বিনিময়ে আনলো স্বাধীনতা,
মুক্তি পেল দেশের  মানুষ থেকে অধীনতা।
স্বাধীন ভাবে চলতে ফিরতে  নেই কোন আর বাঁধা,
নিজের দেশে এখন আমরা সবাই সাহেবজাদা।
আমার গায়ের  রক্ত কেউ আর  করে না তো শোষণ,
কারো পায়ে  পড়ে আমায় করতে হয় না তোষণ ।
এখন আমি  স্বাধীন মানুষ, স্বাধীন আমার দেশ,
স্বাধীনতার মহৎ কথা হয় না  বলে শেষ।
স্বাধীনতার দিনটি তোমরা বলতে পারো কবে ?
সেই দিনটি ছাব্বিশে মার্চ অমর হয়ে রবে।


২৬/০৩/২০২৩