ছদ্মবেশ
--------------
---------নজরুল ইসলাম খান


ধরেছে বেশ, যেন দরবেশ,
আর সবই গেছে ঢেকে।
ধীরে ধীরে চলে, কথা কম বলে,
খুশবু মাখে থেকে থেকে ।


বলে যথাতথা,ধর্মের  কথা,
উদ্দেশ্য  তার  ভিন্ন ।
পেয়েছে বোকা,দিতেছে ধোকা,
মানুষকে  অবিচ্ছিন্ন ।


কাজ হলে  শেষ,  হয় নিরুদ্দেশ৷,
যায়না  কভু  আর দেখা ।
রূপে মানব সন্তান, পাকা সে শয়তান,
ছদ্মবেশে ঘোরে  একা।


০৮/১০/২০২১