স্বাধীনতার সুখ
---------------------
--------নজরুল ইসলাম খান


যতই দাও খেতে পরতে,
গালে দিছ মার ।
তোমায় আমার ভাল্লাগেনা ,
চোখে দেখতে আর ।
যতই দাও সাজসজ্জা ,
মুখে দিছ গালি ।
তোমায় আমি ঘৃণা করি ,
যদি হই বাঙালি ।
তুমি আমার কেড়ে নিছ
সকল অধিকার ।
যতই দাও লোভ- লালসা ,
বিশ্বাস পাইনা তার ।
আমার ঘরে আমি থাকি ,  
ধারি না তো ধার ।
গোলামীতে খেতে চাই না ,
উচ্ছিষ্ট আর ।
আাধপেট খেয়েও চাই
স্বাধীনতার সুখ ।
মুক্তাকাশে নিঃশ্বাস নিয়ে,
ভরতে চাই বুক ।


১৪/০৭/২০২২