সাফল্য
-----------
-----নজরুল ইসলাম খান


ছোটকালে বাবা অকস্মাৎ মারা যাবার পর,
মা বলেছিলেন, আমরা দমব না খোকা,
সাফল্য আমরা ছিনিয়ে আনবই।
বাবা ছিলেন প্রচন্ড আশাবাদী মানুষ ,
সারাজীবন সাফল্যের পিছনে ছুটে বেড়িয়েছেন,
কিন্তু সাফল্যের মুখ তিনি দেখতে পান নি।
সেই থেকে আমরাও  তন্নতন্ন হয়ে খুঁজছি সাফল্যকে।
মা রেসের মাঝামাঝি আমাকে পৌঁছে দিয়ে বিদায় নিলেন ।
আমি এখনও দৌড়াচ্ছি  -দৌড়াচ্ছি,
কপাল থেকে ঘাম মুছছি আর দৌড়াচ্ছি,
সাফল্যের পেছনে  ছুটছি ।
আমার সম্মুখে সবকটি মহাসাগরও যদি বাঁধা হয়ে দাঁড়ায়, তবুও আমি ছুটব।
সাহারা মরুভূমিকে পায়ের তলায় পিষ্ট করে,
আফ্রিকার জংগলের সিংহের পিঠে সওয়ার হয়েও
আমি চলব।
বিষধর সাপের পাহারা থেকেও আমি সফল্য ছিনিয়ে আনব ।
আরব্য রজনীর দৈত্যকে বশে এনে হলেও,
সাফল্য আমার মুঠোয় আনব ।  
আমি দমব না,
কিছুতেই দমব না আমি ।
আমি  শেষ পর্যন্ত পৌঁছাতে না পারলেও,
আমার ছেলের হাতে  আমার রেসের কাঠি
পৌঁছে দেব ।
তবুও আমি দমব না।
আমাকে সাফল্য আনতেই হবে।
বাবার স্বপ্ন, মায়ের অংগীকার আমাকে পূরণ করতেই হবে।


২২/০২/২০২২