সন্তান
----------
---------নজরুল ইসলাম খান


সন্তান জন্ম দিয়ে  বাবা মা হয় দায়বদ্ধ  ।
সন্তান মানুষ করা  কাজ নয় সহজসাধ্য ।
কষ্টের কাছে বন্ধক রেখে বাবা মার সুখের চাবি ,  
সন্তানের সাফল্যের ইচ্ছা থাকে  বড় দাবি ।
তিলে তিলে গড়ে তুলে হয় একদিন বিকশিত ।
জ্ঞান নিংড়ে আলো এনে করতে হয় আলোকিত ।
সন্তান বড় হলে  বাবা মার বাড়ে তৃপ্তি ।
বাবা মার কাছে সন্তান  চিরকাল ছড়ায় দীপ্তি ।
বাবা মা সারাজীবন চায় তারে আগলে রাখতে ।
সন্তান চায় বাবা মার বাঁধন কেটে বেরিয়ে যেতে ।
বাবা মা চেয়ে থাকে সন্তানের পথপানে ।
সন্তান উড়তে চায় কল্পনার অলীক যানে ।
সন্তানের দুরন্তপনা বাবা মার হৃদয় পেটা ।
বাবা মার মমত্বকে সন্তান ভাবে আাদিখ্যেতা ।
বাবা মা আক্ষেপে  বিদায় হলে পরিপূর্ণ ।
সন্তান দেখে  চারিদিকে পৃথিবীটা  মমতাশূন্য ।


০৮/০৬/২০২২