ভূমিষ্টের সময় মানবশিশু মানুষ হিসেবেই জন্মগ্রহণ করে ।
চারপাশের মানুষই তাকে অন্য কিছু বানায়।
পরিবার -সমাজ তাকে হিন্দু বানায়,খৃষ্টান বানায়,
মুসলিম করে ।
তাকে ঘৃণা শেখায়, হিংসা শেখায়, হত্যা শেখায়।
তার মনকে সংকীর্ণ করে ,
অন্ধকারে ধাবিত করে ।
শান্তির পথে জন্মগ্রহণ করা মানুষ অশান্তির পথ
বেছে নেয় ।
সব মানুষেরই সমান ক্ষুধা লাগে,  তৃষ্ণা লাগে,
ঠান্ডা- গরম অনুভূত হয় ।
জন্ম -মৃত্যুও একই পদ্ধতিতে হয় ।
শুধু বিশ্বাস-আচরণই  মানুষের ভিন্ন হয় ।


০৫/০৭/২০২২