সাপে নেউলে
-------------------
---নজরুল ইসলাম খান


সাপ আর নেউলের ভেল্কিবাজি ,
কে আর প্রতিদিন দেখতে রাজি ?
জনতার চলার পথ আগলে ,
আধিপত্য বিস্তারের কারসাজি ।


উৎসুক জনতার বাড়াবাড়ি ,
বাড়ায় দুইপক্ষের মারামারি ।
তার সাথে  কারো কারো হাতে তালি,
বেড়ে যায় ক্ষমতার কাড়াকাড়ি  ।


কেউ ই জনগণের নয় আপন ,
দুজনই সবার ক্ষতির কারন ।
মুরগির ছানা দুজনেই খায়,
শোনেনা কারো যে নিষেধ বারণ ।


সম্পর্ক যদি হয় সাপে নেউলে ,
সবার  বিবেকই   হয় দেউলে ।
সমঝোতার কোন নেই লক্ষ্মণ  ,
শুভাকাঙ্ক্ষী যদিও হয় সকলে ।


সময় হয়েছে  যে রুখে দেবার ,
যার যার অধিকার বুঝে নেবার ।
শান্তি হরণকারী দুর্বৃত্তকে ,
সময় এসেছে তাড়িয়ে দেবার ।


৩০/০৫/২০২৩