সে -ই  ভালো
-----------------
-----নজরুল ইসলাম খান


আঁধার ঘরে একলা বসে কাঁদলে যখন
কেউ আসে না চোখ মোছাতে,
তখন কেঁদে লাভ কী বল নিরজনে ।
কী হবে ঝরে পড়ে অভিমানে ?
বরং তখন ধরতে হবে জীবনটাকে  শক্ত হাতে ,
জেগে উঠবে গভীর রাতে ।
গড়ে তুলবে নিজের জীবন নিজের  হাতে ।
এই জগতের সবাই নিজের স্বার্থ দ্যাখে,
স্বার্থে ঘোরে।
লাভ কী হবে নিজের জীবন কষ্টে ভরে ?
নিজের মনে কষ্ট  রেখে ।
তারচেয়ে হয় ভালো খুবই ঘুরতে যেয়ে নদীর ঘাটে
স্রোত দেখে ,
পূর্ণিমাতে সারা গায়ে জোছনা মেখে ।
সময় কাটুক পাখির কন্ঠে মিষ্টি মধুর গান শুনে,
ফুলের গন্ধ শুঁকে শুঁকে ।
সে -ই  ভালো ,
সে -ই  ভালো আনন্দে থেকে ।