সে
----
---নজরুল ইসলাম খান


তাকে আমি চোখে দেখিনি,
তবু তাকে সকল মানি ।
তার সাথে কোন হয়নি কথা,
তবুও তার অনেক জানি ।


আমার দেহের রক্ত  নদী
তার অস্তিত্বের জোয়ার  আনে ।
আমার বুকের জলসা ঘরে
ঝংকার তোলে তারই গানে ।


মাঝে মাঝে অচেতনে,
তার কথাটা যাই যে ভুলে ।
ফিরে আসি তড়িৎ  বেগে ,
তার নামের ফের জিকির  তুলে ।


যখন আমার কেউ ছিল না ,
তখন সে ই ছিল সাথি ।
আবার যখন আসবে আঁধার ,
সে ই তখন জ্বালবে বাতি ।


০১/০২/২০২৪
তালতলী, বরগুনা