শরতের আগমনে
------------------------
---নজরুল ইসলাম খান


বরষার একটানা বরিষণ শেষে,
শরতের আগমন ঘটে নব বেশে।
সাদা মেঘ ভেসে বেড়ায় নীল আকাশে  ,
মধুপের গুঞ্জরন ভাসে বাতাসে ।
নদীতীর ছেয়ে যায় কাশ ফুলে ফুলে ,
ঘাসফুল শিহরণে ওঠে বুঝি  দুলে ।
শিউলি- কামিনী ফুল ফোটে গাছে গাছে ,
শিশিরের ঢলাঢলি যেন ঘাসে ঘাসে ।
বিলে -ঝিলে -সরোবরে শাপলারা হাসে ,
আকাশের চাঁদ যেন নিচে নেমে আসে ।
মাঠঘাট টান ধরে ভেজা ভাব থেকে ,
প্রকৃতি হেসে ওঠে আলপনা এঁকে ।
কল্পনা উঁকি দেয় বাহিরের পানে ,
দলবেঁধে ছুটে যাই নিসর্গ - টানে ।


১৯/০৮/২০২৩
টুটপাড়া  খুলনা