শিশুর মাঝে বেঁচে থাকব
------------------------------------
--------------নজরুল ইসলাম খান


এমন অপরূপ রূপে সৃষ্টি আমার এই পৃথিবী ।
তাকালে যেন মনে হয় জীবন্ত আঁকা ছবি ।
সুন্দর পৃথিবীর সৌন্দর্য বুঝতে সর্বদাই ।।
হৃদয়কে জ্ঞানের আলোয় উদ্ভাসিত চাই ।
চোখের আলোয় দেখি শুধু দৃষ্টি সীমায় যা ।
জ্ঞানের আলোয় দেখতে পারি পুরো জগতটা ।
জীবনটাকে রাখতে চাইনা আটকে বদ্ধ ঘরে ।
বিশ্বটাকে দেখতে চাই একান্ত আপন করে ।
অনুভূতি গুলো বিকশিত করে পূর্ণ হতে চাই।
পৃথিবীর সব সুন্দর যেন উপলব্ধি করতে পাই ।
আগামী পৃথিবী দেখতে চাই আমার  শিশুর চোখে ।
পৃথিবীর সব শিশুর হৃদয় ভরে উঠুক আলোকে ।
সকল শিশু গ্রহণ করুক আধুনিক পৃথিবীর সাধ ।
অভিধান থেকে হারিয়ে যাক পরাজয় -বিষাদ ।
আমরা যারা শিক্ষা গুরু, জ্ঞানের বাতিঘর ।
গড়ে তুলব সব শিশুকে প্রচেষ্টায় নিরন্তর  ।
একটি শিশুও থাকবেনা কোথাও শিক্ষা বিহীন
শিশুর মাঝেই বেঁচে থাকব আমরা চিরদিন ।


০৫/০২/২০২২