শীতকাল
---------------
--------নজরুল ইসলাম খান


শীতকালটা সবার জন্য ভালো ।
শুধু, পথের ধারে সরবত বেচে যে ছেলেটা,
আসুন সাহেব, তৃষ্ণা মেটান ঠান্ডা জলে,
ডেকে ডেকে দৃষ্টি কাড়ে ;
তার মুখটাই কালো ।
নষ্ট করছে গরম কাপড় ;
বর্ষা, ইদুর আর উইয়ে,
ভাঙ্গা ঘর পেয়ে ।
কষ্ট করছে শীতে ,
ঘরের লোক সব মিলে ,
যে বাড়িটায়  ;
তাদের দুঃখের রাখেনা কেউ খবর ।
ফুটপাতে,  স্টেশনে, প্লাটফর্মে,
খোলাকাশের নিচে, ঘুমায় যারা
ছিন্নমূল মানুষ, শীতের মধ্যে
জড়সড় হয়ে ;
তাদের কষ্ট থাকে, শীতে প্রতি বছর ।
আমরা যারা বাবু -সাহেব ,
আরাম আয়েশে ভালোই কাটে ,
গরম কফি, পিঠা -পায়েসে ;
শীতে পৌষ মাসে।
শুধু, সুযোগ বঞ্চিত মানুষ গুলোর
যায় দিন দুঃখ -কষ্ট,  ক্লেশে ;
চোখের জলে ভেসে ।
জীবন ভর তাদের জন্য
শীতকালটা ভীষণ সর্বনেশে ।
২২/১২/২০২১