শোকাবহ আগস্ট
--------------------------
----------নজরুল ইসলাম খান


শ্রাবণে ঝরিছে অঝোর ধারা,
এ নহে বৃষ্টি, আকাশের রোদন।
বাঙালি জাতি আজ পিতৃহারা,
এ কলঙ্কের হবেনা কোন সংশোধন ।


পিতৃহত্যার  গ্লানি যে জাতি
ললাটে করেছে সেধে অনুলেপন ।
হবেনা অপরাধের প্রায়শ্চিত্ত কভু,
পাথরে ঠুকলেও মাথা সারাজীবন।


শোকাবহ আগস্ট অভিশাপ হয়ে
ঝরাবে সবার অশ্রু বান ।
প্রজন্মের পর প্রজন্ম কেঁদেও,
দুঃখের হবে না যেন অবসান  ।


১৫/০৮/২০২২