শীত - বসন্ত
-------------------
-------নজরুল ইসলাম খান


শীত বলে, বসন্তরে, তুমি কত ভাগ্যবান !
তোমার আগমনে ধরনীতে জাগে প্রাণ ।
সকলেই করে শুধু তোমার জয়গান ।
তোমারে পেয়ে হয় দুঃখের অবসান ।
আমার উপস্থিতিতে সব হয় ম্রিয়মান ।
কেউতো করেনা আমার গুনগান ।
আমার থেকে চায় সকলেই পরিত্রাণ ।
জগতে  আমার হয়তো,  নাই কোন অবদান ।
বসন্ত  বলে,  তোমার তাই এত অভিমান !
জগতে সবারই থাকে কোন না কোন দান ।
বসন্তে অন্তরে থাকে আনন্দ বহমান  ।
প্রেম প্রত্যাশীরা করে  হৃদয়ের সন্ধান ।
শীতের পসরা বাড়ায়  দেহের পুষ্টিমান ।
ভোগ বিলাসীরা থাকে ভোগে বিদ্যমান ।
শীত বসন্ত সেতো একই প্রকৃতির সন্তান  ।
কেউ ছোট বড় নয় সবাই যে  সমান ।


০২/০২/২০২২