সব সাধ পূরণ হয় না
--------------------------
--------------নজরুল ইসলাম খান


মনে সাধ ছিল অনেক কিছু দেখব ,
দেখা হয়নি তেমন কিছু ।
যখনই চেয়েছি বের হতে ,
আড়ষ্ঠতা তখনই টেনেছে পিছু ।
তাজ মহল দেখতে চেয়েছে  প্রাণ ।
প্রেমিকার কেমন সমাধি গড়েছে  বাদশা শাহজাহান  !
দেখতে চেয়েছি পৃথিবীর সব আশ্চর্য স্থান ,
এখনও তা হয়নি পুূরণ ।
দেখতে চেয়েছি আজমির শরীফ , মক্কা - মদিনা সহ
সব তপোবন ,
আমার মত আরও অনেকেরই হয়ত হয়নি দেখা
গয়া, কাশী, বৃন্দাবন ।
দেখা হয়নি দুবাই, সিংগাপুর , হংকং ;
আরও হয়নি দেখা চোখ ঝলসানো সব জায়গা সহ
লন্ডন , প্যরিস, ওয়াশিংটন ।
দেখা হয়নি স্টেডিয়ামে বসে সরাসরি কোন
আন্তর্জাতিক ম্যাচ ,
পরা  হয়নি গলে কখনও
পুরষ্কারের সম্মাননা  ব্যাচ।
চড়া হয়নি বিমানে কখনও ,
সাব মেরিন কিংবা সুপার স্পীড ট্রেনেও ,
খাওয়া হয়নি কখনও একবেলা ,
পাঁচ তাঁরা কোন হোটেলে ।
করা হয়নি হৈচৈ তেমন ,
বন্ধু বান্ধব মিলে সকলে ।
দেখেছি তবে বাড়ির আঙ্গিনায় ,
সবুজ ঘাসের সমারোহ ।
জানালার পাশে, ছোট জারুল গাছে,
পাখিদের আনাগোনা অহরহ ।
দখিন দ্বারে বসন্ত সমীরণের , উতল হয়ে বয়ে যাওয়া ,
তারই সাথে উদাসী মনের ,দুরে কোথাও হারিয়ে যাওয়া।
আশা, আকাঙ্খা, সুপ্ত বাসনা, জাগে যা মানুষের মনে ;
জানি সব সাধ পূরণ হয়না, কারো এক জীবনে ।


২৪/০১/২০২২