সবাই যদি ঘর ছাড়ে
-----------------
-------নজরুল ইসলাম খান


সবাই বলে কবি তোমার কী হবে?
চলার মত বয়স যখন না রবে।
যৌবন কালে নিঃস্ব হলে সব ছেড়ে ,
বুড়ো কালে জীবন চলবে কি তবে?
বউটি তোমার নাদুস নুদুস বেশ জানা,
ঘরে বসে উঠছে ফুটে রূপ নানা ।
আায়ের পথে বাহির পানে পা রেখে ,
দু'টি পয়সা আনতে তবে কী মানা?  
আমি বলি , সবাই যদি ঘর ছাড়ে,
বাহির পানে সবার যদি মন কাড়ে ,
ফুলের ডালায় ফুল সাজিয়ে ঘরখানা ,
প্রদীপ জ্বেলে আলো করবে কে তারে?
সবাই যদি একই কাজে মন করে ,
একই সাজে সবাই যদি রং ধরে ,
নতুনত্ব আসবে তবে কোন পথে?
নানান কাজে নানান হাতের ছাপ পড়ে ।
দিনের বেলায় কিরণ ছড়ায় রবি তাহার,
সতেজ হয় বৃক্ষরাজি করে আহার।
রাতের বেলায় চাঁদের আলোয় সাজ সেজে,
ফুল ফুটিয়ে ভূবন করে রং বাহার।
পথে যদি নামে তারা একসাথে
ঝলসে যাবে কোমল মুখী চাঁদ তাতে ।
রোদে পোড়া পৃথিবীটা ঘরে ফিরে,
চোখ বুজবে পরশ পেয়ে কার হাতে?
তোমরা আমায় যতই বোঝাও যে মত,
ওতে আমার মন বসেনা  যে তত ।
আমি  ভাবি , ইটের পরে গা রেখে,
ভুলে গেছ নরম মাটির সাধ কত!  
আমি বের হই সকাল বেলা ঘর থেকে ,
ফিরে আসি সন্ধ্যা তাঁরায় পথ দেখে।
তখন যদি বউটি ঘরে না থাকে ,
ক্লান্তি ভুলি কার পানে চোখ রেখে?
----------------
রাজশাহী
১২/০৬/১৯৮৯