সবার কথা বলে  কবি
-------------------------------
--------নজরুল ইসলাম খান


সবার কথা বলে কবি ,
নিজের কথা বলে না।
নিজের কথা বলতে গেলে,
বলা যে আর চলে না ।
কবিও যে একই মানুষ ,
সবাই সেটা ভাবে না ।
কবি কি তার ব্যাগ হাতে ,
বাজার করতে যাবে না?
কবিরও তো কিছু কিছু
পকেট খরচ দরকার ।
কবিরও তো থকতে পারে  ,
ছেলে মেয়ে সংসার ।
কবিরও তো অসুখ করলে ,
ওষুধ লাগে বারবার  ।
কোথাও তো পায়না কবি,
একটু খানি ছাড় তার।
এসব কথা বলতে  গেলে ,
কবি  মোটেও ভাল না ।
কবির জন্য এনে রাখ ,
চার পায়ার  দোলনা ।
মরে গেলে দিও তারে ,
মরণোত্তর পুরষ্কার  ।
বেঁচে থাকতে যেমন পারে ,
চলুক তার কারবার ।
সকল গুণীর একই ব্যাপার,
পায় না গুণের সমাদর ।
ভাল্লাগে না বলতে এসব
নতুন করে পুরান খবর ।


৩১/০৫/২০২২