সবার সাথে মিতালি
-----------------------------
-----------------নজরুল ইসলাম


বলতে পারো কবি তোমার
নীতির নাই যে ঠিক ।
একেক সময়  বলো একেক কথা ।
আমি বলি , বুঝি তোমার ব্যথা ।
সবার মাঝে আমার  বিচরণ  ,
তাই তো বলি সবার মনের কথা।


পূর্ণিমাতে চাঁদের সাথে রাত যাপন যে করে ।
জোছনা হয়ে অঙ্গে তার পড়ি আমি ঝরে ।
নদীর কূলে ঘুরতে গেলে পাতো যখন কান।
কলকল ধ্বণি হয়ে শুনাই আমি গান।
এলোকেশে সোহাগ করে গুঁজো যখন ফুল
গন্ধ হয়ে নাসিকাতে করাই তোমায় ভুল ।
আলতা মেখে রাঙা পায়ে নুপুর যখন পরো ।
নিক্কণ হয়ে বাজি আমি হৃদয়ে মধুরতর ।
অলস বেলায় উদাস হয়ে ভাবো যারে মনে।
যুগল হয়ে আমিও যে থাকি তারই সনে ।
ঘুমের ঘোরে  পুলক করে  স্বপন যখন দেখ ।
চোখে তোমার পরশ বুলাই ঘুমটি যেন রাখো।
আমিও  যে সবার সাথে করি মিতালি ।
সবার সুরে সুর মিলিয়ে  শুনাই গীতালি ।


০৯/১১/২০২১