শহীদ স্মরণে
-------------------
--------নজরুল ইসলাম খান


বসে গৌরবের রাজ সিংহাসনে
হে মরন জয়ী বীর !
প্রেরণা দিলে, অন্যায়ের কাছে
নত নয় কভু শির ।
অপশক্তির দৌরাত্ম্যের কাছে
করুণা নয় যে ভিক্ষা।
জীবন দিয়ে হে আপোষহীন !
দিলে এ দিশারি শিক্ষা ।
মিথ্যার কাছে ন্যায় সংগ্রামে
কাপে না যে বীর প্রাণ ।
দেখালে তুমি দৃষ্টান্ত হয়ে,
জান নয়, বড় মান ।
এনে ছিলে এমন পূত জীবন ,
সঁপে দিলে অস্ত্র মুখে ।
হাসিতেছ তাই তৃপ্তির হাসি ,
ভরিয়া পরাণ সুখে ।
আমরা  তোমার উত্তরসূরি,
হে সংগ্রামী সন্তান !
হৃদয়ে আমাদের তোমার এ ত্যাগ,
থাকবে চির অম্লান ।
বুকের রক্তে হলে যে ইতিহাস ,
শপথ আজকে তার-ই।
চেতনার হবে উৎস আমাদের ,
একুশে ফেব্রুয়ারি ।
--------------
রাজশাহী
২১/০২/১৯৯৪