ষোলই ডিসেম্বর
----------------------
-------নজরুল  ইসলাম খান


ষোলই ডিসেম্বর,  তুমি বাঙালির অহংকার  ।
মুক্তিকামী মানুষের তুমি প্রাপ্ত স্বাধীকার ।
শেকল ছেঁড়ার গল্প তুমি অন্যের অধীনতার ।
বিজয়েরই  সনদ তুমি  দীপ্ত  স্বাধীনতার ।


সবুজের ভিতরে তুমি  লাল বৃত্ত পতাকার ।
এনে দিলে তুমি আমার পছন্দের অধিকার  ।
অবারিত ক্যানভাস তুমি শিল্পীর ছবি  আঁকার ।
নতুন নতুন প্রেক্ষাপট তুমি আমার কবিতার ।


খেলার মাঠের আনন্দ তুমি সবদিক বল ছোঁড়ার।
কিশোরীর স্বপ্ন তুমি বেনী দুলিয়ে  ঘোরার ।
সাহস তুমি ললনার  নিঃসঙ্কোচে পথ চলার ।
প্রেরনা তুমি সংগ্রামী বীরের গল্প বলার ।


সুখ তুমি আমার ভাষায়  আমার ইতিহাস পড়ার।
শক্তি তুমি  আমার এ দেশ ইচ্ছে মতো গড়ার  ।
১৬/১২/২০২১
টুটপাড়া , খুলনা