শরতে
--------
------নজরুল ইসলাম খান


নদী তীর ছেয়ে গেছে,
কাশ ফুলে ফুলে ।
ঠিক যেন সাদা রঙ,
পিতামহীর চুলে।
লাল সূর্য উঁকি মারে,
পূবে ভোর বেলা ।
নীলাকাশে ভেসে বেড়ায়,
সাদা মেঘের ভেলা  ।
শিউলি -কামিনী ফুল,
ফোটে বনে বনে ।
ঘাসফুলের মাখামাখি ,
শিশিরের সনে।
শরতে কমে আসে,
সূর্যের তেজ।
ভ্যাপসা গরম কেটে,
শীতের আমেজ ।
পথঘাট শুকিয়ে যায়,
বর্ষার শেষে ।
সোনালী রোদে ওঠে ,
প্রকৃতি হেসে ।


১৮/০৯/২০২২