শোষিত
------------
------নজরুল ইসলাম খান


বাজারে দাম বাড়ে ইচ্ছে মতন।
আমাদের বাড়েনা সেইরূপ বেতন।
কোন্ জিনিসের দাম বাড়লো কেমন।
উপর ওয়ালারা খোঁজ রাখেনা তেমন ।


এই পৃথিবীতে দুই শ্রেণির বাস।
শোষক আর সব শোষিত সমাজ।
শোষকেরা করে সব সম্পদ  গ্রাস।
শোষিতের জীবন চলে করে আয়াস।


শাসক যদি কভু হয় শোষক ।
শোষণে পায় মহা পৃষ্ঠপোষক ।
রক্ষক যে সেই হয় ভক্ষক।
শাসিতের থাকে শুধু কান্নাও শোক।


সর্বহারারা করে নিত্য হাহাকার ।
জীবনের চাহিদা তার মেটেনা আর।
ভ্রুক্ষেপ নাই তাতে মোটে লুটেরার।
অগ্নি মূল্যেও তার  সহজ  বাজার।


এমনই করেই সবার  চলছে দিন ।
ন্যায়নীতি সব আজ হয়েছে বিলীন ।
এক শ্রেণির শুধু বাড়ছেই  ঋণ।
আর শ্রেণি বাজায় সুখের বীন।


০৪/০৯/২০২২