স্ত্রী
-----
-----নজরুল ইসলাম খান


বড় অদ্ভুত শব্দ স্ত্রী ,
যার  অর্থ নারী ।
কিন্তু, কত নারীইতো আছে জগতে ,
সবাই  হয় না স্ত্রী ।
স্ত্রী তো সেই , যে একবার জীবনে জড়ালে,
ছাড়ে না আর মৃত্যু অবধি ।
স্ত্রী , সে প্রেমিকাও  পারে  হতে।
কিন্তু, দীর্ঘ দিনের  প্রেমিকাও  অন্যের হাত ধরলে ,
আর ফেরে না ।
জীবনকে করে দেয় সাহারা মরুভূমি,
তবু ফেরে না, যদিও শুকায় চোখের জলধি ।
মাঝে মাঝে স্ত্রীও সংসারের খুনসুটিতে,
রাগ করে বাবার বাড়ি  যায়  চলে ।
বলে যায়  আর ফিরবে না কোনমতে।
কিন্তু, দু'দিন যেতে না যেতে,
ফিরে আসে ঘরে,
রাগ পানি করে ।
ভাবি, যাক বাঁচা গেল এবারের তরে।
মাঝে মাঝে  বিরক্ত হয়ে  আমিও বলি,
সংসারের নিকুচি করি,
চললাম সব ছাড়ি।
কিন্তু , দেখি ,
খোঁজ নেওয়ার মতন কেউ আর  থাকে না বাকি ।
কেউ বলে না বিনা পয়সার হোটেলে এসো খাবে,
দারুণ ভাবে ।
প্রাণ আনচান করে ,
তাই, সুড়সুড় করে ঠিকই ঘরে ফিরি।
দুজনের মধ্যের অটুট বন্ধন
যা কখনো যায় না খুলে ।
স্ত্রী,  আমার সন্তানের জননী,
আমার জীবন সঙ্গিনী ।
আমার সংসারে,
বেঁচে থাকো সারাজীবন  আদরে।
সবার স্ত্রী, সবার ঘরে, সবার মনে ,
বেঁচে  থাকুক সসন্মানে।


১২/১২/২০২২