স্ত্রী
-----
-------নজরুল ইসলাম খান


পিতা মাতার অবর্তমানে  লাগে যখন  বিচ্ছিরি  ।
তখন শুধু আপন থাকে ভালবাসার স্ত্রী ।
বিপদ-আপদ যন্ত্রণায় ভুগি যখন পরম্পর ।
ভাই -বোনও খোঁজ  নেয় না একপর্যায়ে অতঃপর ।
রোগে শোকে পড়ে থাকলে কার কী যায় আসে ?
একমাত্র  স্ত্রীই  তখন শুধু থাকে পাশে ।
সামান্য  দেরী হলে  ফিরতে কভু ঘরে
স্ত্রীই দুশ্চিন্তায় অপেক্ষা শুধু করে ।
খেলাম কি না খেলাম কে থাকে  দেখার ?
স্ত্রীই  থাকে বসে  হাতে নিয়ে খাবার ।
নিশ্চিন্তে বাইরে থাকি ফেলে রেখে সংসার ।
যত্ন করে গুছিয়ে রাখে স্ত্রীই সব তার ।
সত্যিকারের থাকে যদি লাইফের কেউ পার্টনার ।
কেবলমাত্র স্ত্রীই পুরোপুরি  দাবীদার ।
বেঁচে থাকতে নেই যার স্ত্রী তার ঘরে ।
তার মত হতভাগা কে আছে সংসারে  ?
অনুরূপ স্ত্রীরও আপন শুধু স্বামী ।
স্বামীই  অলংকার  স্ত্রীর খুব  দামী ।


০৬/০৬/২০২২