স্তুতি
-------
---নজরুল ইসলাম খান


তোমার স্তুতি করেছি সকাল থেকে সন্ধ্যা ,
সন্ধ্যা  থেকে ভোর।
মাস থেকে বছর,  বছর থেকে যুগ অবধি ।
নিজেকে  করেছি সমর্পণ  সবটুকু তোমার সমীপে  ।
উজাড় করে দিয়ে নিজেকে, করেছি বন্দনা তোমার ।
কিন্তু,  তোমার  সাড়া পাইনি আমি কখনো,
তোমাকে অনুভব করতে পারিনি,
তোমার উপস্থিতি টের পাইনি।


আজ যখন হতাশায় বিমর্ষ হয়ে
গুটিয়ে নিয়েছি নিজেকে অভিমানে,
মর্মাহত হয়েছি মনোবেদনায়,
ক্লান্ত- শ্রান্ত হয়ে জর্জরিত হয়েছি।
তখনি তুমি সম্মুখে এসে দাঁড়িয়েছ আশার মূর্তপ্রতীক হয়ে।
আমাকে ভরে দিয়েছ কানায় কানায়,
আমি যতটুকু চেযেছি,  তারচেয়ে অনেক বেশি দিয়েছ আমায়,
আমাকে করেছ অশেষ ।


তবে কেন এতদিন পাইনি তোমার  সাড়া ?
আমার মনের আকুতি কেন পৌঁছেনি তোমার কর্ণকুহরে ?
আজ  কি আমার  অস্থিরতায় বিরাগভাজন হয়েছ তুমি ?
তাই কি আমার প্রতি তোমার এ করুণা।
জাগতিক প্রয়োজন মিটিয়ে করেছ হেলা।


না কি ছিলে বিমোহিত আমার স্তুতিতে ?  
চেয়েছিলে আরও নিবেদন।
তাই যদি হয় ,
তবে  অনাদিকাল পর্যন্ত  করতে থাকব স্তুতি  তোমার।
আমি গুনগান করতে করতে  বিলীন হয়ে যাব তোমার মাঝে।


আর যদি বিরাগভাজন হও,
যদি বিতৃষ্ণ হও,
তবে চাই  না তোমার এ দান।
চাই না এ করুণা।
তুমি ফিরিয়ে নাও তোমার সবকিছু ।
আমাকে মুক্ত কর।
আমি সর্বস্ব হারা হয়ে ঘুরে বেড়াব  পথ হতে প্রান্তরে,
দিক হতে দিগন্তে, গ্রহ থেকে গ্রহান্তরে,
যতদিন  না তোমার ভালোবাসার  ছায়া পড়ে আমার উপরে ।  


০১/০৮/২০২৩
টুটপাড়া, খুলনা