শুধু মানুষেরই জন্য
-------------------------++
---------নজরুল ইসলাম খান


পৃথিবী সৃষ্ট  সকল জীবের জন্য ।
আর, সকল জীব শুধু মানুষেরই জন্য।
মানুষই পৃথিবীতে সবার স্রেষ্ট।
মানুষেরই বিবেক বুদ্ধি আছে অনন্য ।
মানুষকে কাজের হিসেব দিতে হয় ভাল মন্দ,
অন্য কোন জীবের নয় কখনও।
মানুষ বই লিখতে পারে,
স্রষ্টার অস্তিত্বের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে,
যুদ্ধ বিমান  বানাতে পারে,
মূহুর্তে নষ্ট করতে পারে মানুষের শান্তিকে।
মানুষ ঘুষ খেতে পারে,
অন্যের অধিকারকে  হরণ করতে পারে,
পন্য সামগ্রী জমিয়ে সিন্ডিকেটের মাধ্যমে
দাম বাড়াতে পারে,
কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করতে পারে।
অধর্মকে ধর্ম বানিয়ে স্বার্থ সিদ্ধি করতে পারে,
ধর্মের ভিত্তিতে হানাহানি করে
দেশ থেকে বের করে দিতে পারে তার নাগরিকদের।
জোর করে সকল শক্তিকে নিজের অধিকারে নিতে পারে ।
মানুষ আরও এমন সব করতে পারে,
যা অন্য জীবের পক্ষে সম্ভব নয় কখনও ।
তাই তো মানুষেরই বিচার হবে, নয় কারো অন্য ।
পাপ পূন্যের বিচার শুধু মানুষেরই জন্য ।


১০/০৯/২০২২