শুধুই গদ্যময়
-------------------
--------নজরুল ইসলাম খান


অনেকক্ষণ বসে আছি একটা  কবিতা লিখব বলে ।
কিছুতেই শব্দের পাখিরা ধরা দিচ্ছেনা কবিতার জালে ।
কোন কিছুই হয়ে উঠছে না কবিতার অবয়ব  ।
কবিরা তো কত কিছুর মধ্যে  কল্পনা করে পায়
কবিতার ভাব  ।
আমিও তাই রমনীর এলোকেশ দেখার জন্য মেঘের দিকে তাকিয়ে থেকে  চোখ ব্যথা করে ফেলেছি ,  
মেঘ ছাড়া সেখানে একগোছা চুলেরও সন্ধান পাইনি।
আবার, ললনার  ছড়ানো কালো কেশে মেঘ খুঁজে
চুল ছাড়া এক ফোটা মেঘও দৃষ্টিগোচর হয়নি  ।
আমি কোজাগরী চাঁদের মধ্যে প্রেয়সীর সুন্দর মুখ খুঁজেছি ।
কিন্তু, শত চেষ্টা করেও চাঁদ ছাড়া সেখানে মুখের একটি
ছাপও  দেখতে পাইনি।
ফুলের গন্ধ শুকেছি,
পাখির ডাক শুনেছি ,
নদীর তীর ভাঙা ঢেউ দেখেছি ।
সেখানে ফুল -পখি -নদী ছাড়া আর কিছুই অনুভূত হয়নি।
আমার পৃথিবী কি তাহলে  শুধুই গদ্যময়?
পুর্নিমার চাঁদ কি সেখানে ঝলসানো রুটি ছাড়া
আর কিছু নয়?


০৪/০৬/২০২২