সুযোগ সন্ধানী
--------------------
-------------নজরুল ইসলাম খান


সুযোগ সন্ধানী যে ,
সুযোগ খোঁজে সব সময়।
নাম পাল্টে, বোল পাল্টে,
সুবিধাবাদে নাম লেখায় ।
থাকতে চায়না পিছে কভু ,
স্বার্থ যেথায় ছুটে যায় ।
সুযোগ নিতে ক্ষনে ক্ষনে ,
গিরগিটির মতো রঙ বদলায় ।
মুখে মধু তার, অন্তরে বিষ ,
মহা ধুরন্ধর সব পন্থায় ।
এক হাত পায়ে, আর হাত গলায় ,
যেখানে যেটা ,কাজে লাগায় ।
যতদিন পারে সদ্ব্যবহার করে ,
যেথায় যেটুকু সুযোগ  পায় ।
অনর্গল বলে মিথ্যা কথা ,
প্রতিশ্রুতি দেয় কথায় কথায় ।
উপর মহলে যোগাযোগ তার ,
সবাই কে তাই ভয় দেখায়  ।
সমাজে বড়ই মান্য সে ,
দোষ ধরতে কেউ সাহস না পায় ।
ধরাছোঁয়ার সে বাইরে থাকে ,
গা বাঁচায় চলে সর্বাবস্থায়  ।
ছলে বলে  কলে কৌশলে ,
নিজের জন্য আখের গোছায় ।
সব কিছু পেয়ে,  তীর্থে  যেয়ে ,
পরিশুদ্ব শেষে  হতে চায় ।
বড় ভাই বলে  ভয় কী -রে !
সবাই তো আমরা  এক্ই  প্রায় ।
২০/১২/২০২১