সুখী জন
----------------
---------নজরুল ইসলাম খান


জীবনে সে-ই সুখী চাহিদা যার কম ,
হৃদয় ঐশ্বর্যে সমৃদ্ধ  অনুপম ।
নিজ গৃহে, নিজ অর্থে,শাক অন্ন  খায় ;
ঘুমের সময় হলে নিশ্চিন্তে ঘুমায় ।
জগতে কারো কাছে নেই কোন ঋণ ,
চিন্তা - চেতনা ও কাজেতে স্বাধীন ।
দেহ - মন -আত্মায় সদা নিরোগ ,
হাসি মুখে অপরিহার্য দুঃখ করে ভোগ ।
তাড়া করে না কোন অনভিপ্রেত ভয় ,
দুশ্চিন্তায় ঘটেনা হৃদয়ের সুখ ক্ষয় ।
বাসা বাঁধে না মনে দুরাশা -লোভ ,  
কারো প্রতি নেই কোন আক্রোশ -ক্ষোভ  ।
সর্বোপরি সে-ই সুখী ধার্মিক যে জন ,
নিজেকে স্রষ্টার নিকট করে সমর্পণ ।


২১/০১/২০২২