সুপ্ত
--------
-----নজরুল ইসলাম খান


অসুন্দরের মধ্যে সুন্দরের উৎপত্তি,
পঙ্কিলে যেমন পদ্ম।
দুঃখের  মধ্যে সুখের অবস্থান,
এটা যেন সতঃসিদ্ধ।


স্বাভাবিকতা আর কে মনে রাখে?
ব্যাতিক্রম কিছু যদি  না হয়।
রক্তপাতেই অসুরের পতন,
ঘটে রাজার রাজ্য জয়।


চিরদিনের জন্য কোন কাজ নহে ,
সমান যায়না  কারো চিরকাল ।
খারাপ  হৃদয়ে ও সুপ্ত থাকে
মহৎ কাজের  বীজ  অবিকল ।


০৬/১০/২০২১