সুরের রাণী
----------------
-----নজরুল ইসলাম খান


লতা ঝরে গেছে আচমকা  ঝড়ে,
সন্ধ্যাকাশে ফের দুর্যোগের ঘনঘটা ।
সুরের  আকাশ আচ্ছাদিত আজ,
দুঃসংবাদ আর হারানোর ব্যথা।
হারানো সুর, বাজে ব্যথাতুর,
চারিদিকে একরাশ নীরবতা ।
তুমি চলে গেলে শোকে তাই আজ,
স্তব্ধ সবার মুখের কথা।
সুরের আকাশে গোধূলি লগ্নে ,
সন্ধ্যা তারা হয়ে এসছিলে।
সংগীত প্রেমীদের অন্তরে,
বাতিঘর হয়ে জ্বলে ছিলে।
তোমার বিদায়ে গগন হতে,
নক্ষত্রের যেন পতন হল ।
তুমি রবে মানুষের হৃদয়ে ,
চিরকাল ব্যাপী জ্বলজ্বল ।
ক্ষণজন্মা হয়ে এসেছিলে ,
সুরের রাণী সন্ধ্যা মুখার্জি ।
যেথায় থাকো,  ভালো থেকো,
কান্না ভরা এই আরজি ।


১৬/০২/২০২২