সূর্য সন্তান
----------------
---------নজরুল ইসলাম খান


তুমি আমার সাজানো বাগানে প্রথম পুষ্প কলি ,
আমার সাহারা মরুভূমিতে তুমি মরুদ্যান ।
তুমি আমার তৃষাতুর বুকে জল ভরা অঞ্জলি ,
আমার হৃদয় বীণায় তুমি ছন্দ, সুর ও গান ।
তুমি আমার মুক্ত আঙ্গিনায় সিক্ত দুব্বা কমল,
আমার দু'হাতে জড়ানো  তুমি স্নেহ পরশ ভরা।
তুমি আমার উদার জমিনের রঙ্গিন ফুল ফসল ,
আমার শূন্য চোখে তুমি আশার স্বপ্ন পরা।
তুমি আমার নতুন আঙ্গিকের কবিতার উৎস ,
আমার ঝিমানি লেখনীতে তুমি দুর্বার গতি ।
তুমি আমার নব প্রেরণায় বেঁচে থাকার উৎসাহ,
আমার চঞ্চল মনে তুমি শান্ত সুমতি।
তুমি আমার আঁধার রাতের শেষে প্রভাত রবি ,
আমার দুঃখের সাগরে  তুমি মুক্তা রাশি রাশি ।
তুমি আমার তুলির আঁচড়ে একটি সোনার ছবি ,
আমার দুখে সুখে তুমি শিশিরের কান্না হাসি ।
তুমি আমার সাজানো বাগানে প্রথম পুষ্প কলি,
আমার আপন হাতের মুঠোয় প্রাপ্তি  অম্লান ।
তোমার তরে দিলাম আমার আশীর্বাদের ডালি,
মাথায় করে রেখ তুমি হে সূর্য সন্তান !
-------------
রাজশাহী
১৮/০৮/১৯৯২