সূর্য
--------
-----নজরুল ইসলাম খান


সূর্য তুমি আলো দিয়ে বাঁচাও পৃথিবীকে ।
পশু- পাখি, বৃক্ষ -রাজি আর সকল জীবকে ।
তুমি উঠলে জেগে ওঠে কলরবে বিশ্ব ।
তোমার আলোয় ফুটে  ওঠে নয়নাভিরাম  দৃশ্য ।
আঁধার ঘুচে  তুমি আনো আলোক দ্যুতি ধরায় ।
তোমার আভা সবার হৃদয়ে আনন্দে যে ভরায় ।
আঁধার রাতে  ঘটে যত পাপ -তাপ- অন্যায় ।
তুমি এসে মুছে দাও তোমার আলোর বন্যায় ।
ভয় - ভ্রান্তি কেটে যায় তোমার আগমনে ।
আলোর পথে চলতে আমার খুশী লাগে মনে ।


০৩/১০/২০২২