ছুটি
---------
-------নজরুল ইসলাম খান


শুক্রবার আজ ছুটি স্কুল ,
খোকাখুকু চল তুলে আনি ফুল ।
গাথিব মালা পড়িব গলে,
খেলিব খেলা মিলিব দলে।
করিব দৌড় খেলিব লাফ ,
পদ্মার জলে করিব ঝাপ।
ঝর্ণার জলে ভাসাব ভেলা,
লুটাব ধুলায় করিব হেলা।
করিবনা আহার ছুটিব বনে,
শত্রুদের সাথে মাতিব রনে।
খুঁজিব বাসা আনিব ছানা,
চড়িব গাছে শুনিবনা মানা।
পাড়িব ফল যত পাকা আছে ,
তাড়াব বানর ছুটিব পাছে।
সারাদিন ধরি করিয়া খেলা ,
ফিরিব বাড়ি সন্ধ্যা বেলা।
বকে মা বকুক কী আছে তাতে?
পড়িব না আজ ঘুমাব রাতে।


রাজশাহী
০৩/০৩/১৯৮৯