ছুটির দিনে
-----------------
              নজরুল ইসলাম


আজ কোন কাজ নেই শুধু বসে  থাকা।
বসে বসে ফেলে আসা দিন গুলি  দেখা ।
রংধনুর সাত রং তুলিতে মেখে ।
মনের ক্যানভাসে যাব ছবি এঁকে।
সমুখে  আছে সাদা পর্দা ঢাকা ।
পিছনের দিগন্ত অবারিত ফাঁকা ।
ফেলে আসা স্মৃতি গুলো মন্থন করে ।
দু’ফোটা অশ্রু পড়ে যেন ঝরে ।
হাসি কান্নার দিন গুলি ভোলা নাহি যায় ।
স্মৃতি গুলো বারে বারে  কেন যে কাঁদায়!
আজ আমি সারা দিন রব একা একা।
শুনবো না আজ কোন  কুহু বা কেকা।