স্বপ্ন
------
-----নজরুল ইসলাম খান


ছোটকালে আমি  খুব গরীব ছিলাম,
প্রচন্ড রকমের গরীব  ।
আমার পেটের খাবার ছিল না,
পরনের কাপড় ছিল না,
পায়ের তলে জুতা ছিল না।
আমাদের ফুলের বাগান ছিল  না,
ফটিক জলের পুকুর  ছিল না।
বাবা তবুও স্বপ্ন দেখতেন আমাকে নিয়ে,
বড় হবার স্বপ্ন ।


আমাদের আশেপাশে যারা ছিল ,
তাদের অনেকের ঘরের ছাউনি ছিল না,
চুলে চিরুনি ছিল  না ।
একবেলা পান্তা  জুটতো  না,
সবাই ছিল জীবন সংগ্রামে লিপ্ত ।


আমার স্বপ্ন ছিল সবাইকে নিয়ে বড় হবার ,
অভুক্ত মানুষগুলোর  অন্ন সংস্থান করার,
আশ্রয়হীনের  মাথা গুঁজার ঠাই করে দেওয়ার,
দুঃখের অবসান ঘটার।


আজ আমি  বয়ঃপ্রাপ্ত  হয়ে দেখি,
চারপাশের সবাই ধনে- মানে বড় হয়ে গেছে,
অনেক  বড়।
পাশের ভাংগা ঘরগুলো আকাশ ছুঁতে চলেছে,
নিরন্ন  মানুষগুলোর খাদ্য সংস্থান  অভূতপূর্ব ।
চেহারায় সবার জৌলুশ এসেছে  ।


কিন্তু, আমি সেই আগের মতোই গরীব রয়ে গেছি।
আমার পকেটে টাকা নেই ,
গায়ে শক্তি নেই ,
অন্যদের সাহায্য করা তো দূরের কথা,
আমারই দরকার আজ অন্যের সাহয্যের ।
তবে স্বপ আমার পূরণ হয়েছে  ,
অন্যদের বড় হবার স্বপ্ন ।


১৬/০৭/২০২৩