তাজ্জব রাজা
------------------
-----নজরুল ইসলাম খান


আজব দেশের তাজ্জব রাজা ,
বিশ্ব জোড়া  নাম ।
বসলে বলে চলরে তোরা ,
চললে বলে থাম ।
হাসলে পরে দেয় ধমাধম,
কাঁদলে বলে হাস ।
ভাতের থালা কেড়ে নিয়ে
বলে সব খা ঘাস ।


সামনে গেলে পিছে টানে,
ডানে গেলে বাম ।
ঠান্ডা  জলে গোসল করলে,
বের করে দেয় ঘাম ।
সুনাম করলে মুচকি হাসে,
বদনামে  রাগে ।
পাইক -প্যাদা পিছে রেখে ,
ছুটে যায় আগে ।


দর্জা- জানলা বন্ধ রেখে
ঘুমায় চোখ খুলে ।
দেখতে  পেলে এসব কেহ,
চোখ নেয় তার তুলে ।
কাউকেই সে পায় না বিশ্বাস ,
কেবল হয় সন্দ ।
ঘরে বাইরে সবার সাথে ,
বাঁধে তাই  দ্বন্দ্ব ।


আজব দেশের তাজ্জব রাজা,
সবাই করে ভয় ।
কারে ছেড়ে কারে ধরে,
কারে করে ক্ষয় ।
এসব কথা বলতে যেয়ে
মনে ধরে ঘুন।
কখন হঠাৎ রেগে যেয়ে
হয় বুঝি আগুন ।


২৮/০৯/২০২৩